
আখাউড়া।।
আখাউড়ায় এক যুবক আত্নহত্যা করেছে। তাঁর মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া রেলওয়ে পশ্চিম কলোনি এলাকায় আমগাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে আখাউড়া থানা পুলিশ ওই যুবকের মরদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম প্রদ্বীপ দাস।এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. এনাম খাদেম জানান, নিহত যুবক কুলিবাগান এলাকায় পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। মাঝেমধ্যে তাঁকে নেশাগ্রস্ত অবস্থায়ও দেখতেন স্থানীয়রা। সম্প্রতি তাঁর স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যায়। তবে যে গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখা গেছে, তা রহস্যজনক।স্থানীয়দের বরাত দিয়ে আখাউড়া থানার ওসি মিজানুর রহমান জানান, নিহত যুবক পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তাঁর স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ইতিমধ্যে একাধিকবার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে রক্ষা করেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।