
সরাইল।।
সরাইলে থানা অভ্যন্তরে পুলিশ হেফাজতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।তিনি সরাইল গ্রামের ওবায়দুল্লাহ্ ছেলে নজির আহমেদ (৪০)। তার পরিবারের সদস্যরা এটি রহস্যজনক হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।অন্যদিকে পুলিশ বলছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে নজির আহমেদের বাড়িতে চুরি হওয়ার সময় এক চোরকে আটক করা হয়।এ সময় পিটুনিতে চোর আহত হয়েছে এ খবর পেয়ে সরাইল থানা পুলিশ সেখানে গিয়ে নজির আহমেদসহ চোরকে আটক করে থানায় নিয়ে আসে।থানার মধ্যে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ব্যবসায়ী নজির আহমেদ মারা যায়।
সরাইল থানার ওসি আসলাম হোসেন জানান, তিনি বুকের ব্যথায় অসুস্থ বোধ করলে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতেই তার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।