আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল 25 April 2022 ২২৭

সরাইল।।

ঢাকা-সিলেট মহাসড়কের রাজাবাড়িয়াকান্দি নামক স্হানে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।আজ সোমবার (২৫ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাবাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দেওড়া গ্রামের কামাল মিয়ার ছেলে সালমান মিয়া (১৬) এবং একই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে শরীফ উদ্দিন (১৬)। এ ঘটনায় দেওড়া গ্রামের সাজিদুর রহমানের আনাস (১৭) গুরুতর আহত হয়েছে।তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, রাতে সিলেট অভিমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যায়। এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী আনাস গুরুতর আহত হয়।দুর্ঘটনার পরই ঘাতক ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।