
আখাউড়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বুধবার সকালে ১৪ মাদক মামলার আসামী সোলেমান মিয়া (৩৭) কে সাত কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। সোলেমান মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। এসময় পুলিশ রাজু খান (৩৬) নামের তার এক সহযোগীকেও আটক করে। সে একই ইউনিয়নের করোয়াতুলী গ্রামের মিরজান খানের ছেলে। তার বিরুদ্ধেও থানায় একটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে থানার সহকারি পরিদর্শক আবু ছালেকের নেতৃত্বে এক দল পুলিশ আখাউড়া-সিলেট রেলেপথের পূর্বপাশে উপজেলার রাজাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় সাত কেজি গাঁজাসহ তাদের হাতেনাতে আটক আটক করে।আখাউড়া থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন প্রতিটি এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।