
ঢাকা।।
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ, মহান মে দিবস। এটি আন্তর্জাতিক শ্রমিক দিবস নামেও পরিচিত। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়। এবার এর প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’।
দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ‘হে মার্কেটে’র শ্রমিকরা ৮ ঘন্টা শ্রমের দাবিতে মিছিল করেন। কিন্তু আন্দোলনরত শ্রমিকদের দমাতে মিছিলে গুলি চালায় পুলিশ। এতে ১১ শ্রমিক নিহত হন। আহত ও গ্রেফতার হন আরও বহু শ্রমিক। পরে ‘প্রহসনমূলক’ বিচারের মাধ্যমে গ্রেফতার শ্রমিকদের মধ্যে ছয়জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এরপর ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সমাবেশে ১ মে’কে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর থেকে বিশ্বব্যাপী পালিত হয় মে দিবস।
প্রতি বছর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রমিকরা দিবসটি পালন করে থাকে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি। পোশাক কারখানায় আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। যদিও করোনার কারণে গত দুই বছর তা হয়নি। এবার কোনো ধরনের বিধিনিষেধ না থাকায় নানা কর্মসূচি হওয়ার কথা রয়েছে।