
ব্রাহ্মণবাড়িয়া।।
লাইনে দাঁড়িয়ে ন্যায্যমূল্যে সয়াবিন তেল কিনেছে সাধারণ মানুষের দীর্ঘ লাইন। আজ সোমবার (২ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জগতবাজারে ন্যায্যমূল্যে এ তেল বিক্রি করা হয়।স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ায় সয়াবিন তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। অনেক দোকানে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় আজ সোমবার (২ মে) দুপুরে জেলা শহরের জগতবাজারসহ কয়েকটি বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে জগতবাজার ও আনন্দবাজারের দুটি দোকানের গোডাউনে মজুত করা ৪২০ লিটার তেল দেখতে পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে সেই তেল ন্যায্যমূল্যে বাজারে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রির নির্দেশনা দেন তিনি। তার নির্দেশ অনুযায়ী ন্যায্যমূল্যে এ তেল বিক্রি করা হয়।ব্রাহ্মণবাড়িয়ার জগৎ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘আমরা চাই না কোনো ভোক্তা অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল কিনুক। ভোক্তাদের কথা চিন্তা করে আমরা ব্যবসায়ী সমিতি থেকে ন্যায্যমূল্যে তেল বিক্রির উদ্যোগ নিয়েছি। এতে একটি ব্র্যান্ডের তেলের ডিলার আমাদের সহায়তা করছেন। প্রথমদিন ৪০০ জনের কাছে দুই লিটার ও ২০০ জনের কাছে এক লিটার তেল বিক্রি করা হয়েছে।’লাইনে দাঁড়িয়ে সয়াবিন তেল কিনতে আসা এক ব্যক্তি বলেন, ‘বাজারে সয়াবিন তেল খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক দোকানি উচ্চমূল্যে তেল বিক্রি করছেন। তারা দুই লিটারের বোতল ৪০০ টাকা ও এক লিটার ২১০ টাকা দরে বিক্রি করছেন। এখানে লাইনে দাঁড়িয়ে দুই লিটার তেল ৩১৮ টাকা দিয়ে কিনতে পেরেছি।’জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, যেসব ডিলার ও দোকানি গোডাউনে অতিরিক্ত তেল মজুত করে রেখেছেন তাদের খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।