ব্রাহ্মণবাড়িয়া।।
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ মে) সকাল ৮টায় জেলা শহরের কাজীপাড়াস্হ জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাতুল্লাহ নূর।করোনা মহামারিার কারণে গত দুই বছর জেলা ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। ফলে এবার মাঠে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা। ঈদের জামাতে নামাজ আদায় করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ। নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। জেলা ঈদগাহ মাঠ ছাড়াও শহরের লোকনাথ দিঘির ময়দান, সদর হাসপাতাল প্রাঙ্গণ ও শেরপুর ঈদগাহ মাঠসহ জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ সব জামাতে নানা শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করেছেন।
Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor