
সরাইল।।
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে বাসচাপায় এক নারী নিহত হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুট্রাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ী সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকার রজব আলীর স্ত্রী জাহানারা বেগম।
জানা গেছে, সকাল ১০ টার দিকে উপজেলার কুট্রাপাড়া মোড়ে ঢাকাগামী তাপসিয়া পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সাগরিকা পরিবহনের একটি বাসকে সাইড দেয়ার সময় ঢাকাগামী তাপসিয়া পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ওই নারী পথচারীকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় পথচারী জাহানারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় সাগরিকা পরিবহনের বাসটিও মহাসড়কের পাশে ছিটকে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাব্বির আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন তাকে নিয়ে গেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু।