আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

কসবায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

কসবা 5 May 2022 ১৫৩

কসবা।।

কসবা উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মে) বেলা আড়াইটার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর গ্রামে এ ঘটনা ঘটে। এই গ্রামের জুয়েল মিয়ার মেয়ে মোসাইবা আক্তার (৩)ও কুমিল্লার হৃদয় মিয়ার ছেলে সানাউল হক (৩)। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ঈদের ছুটিতে সানাউল তার পরিবারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরের পর তার মামাতো বোন মোসাইবার সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। এর কিছুক্ষণ পর তাদের খুঁজে পায়নি পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনে ডোবা থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এনিয়ে তাদের দুই পরিবারের মধ্যে শোকের মাতম চলছে।