
নবীনগর।।
নবীনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ জুবায়েদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলা কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ঘটনাটি ঘটেছে।নিহত মোঃ জুবায়েদ নোয়াগাঁও উত্তর পাড়া মদ্দি বাড়ির মোঃ আসব আলীর বড় ছেলে।স্থানীয় সূত্রে জানাযায়,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার বিকেলে একটি প্রীতি ম্যাচ আয়োজন করেন স্থানীয় যুবকরা।
খেলা শুরু হওয়ার পূর্বে বিদ্যুৎ এর তারের সাথে মাইকের তার সংযোগ করার সময় বিদ্যুৎপৃষ্ট হন জুবায়েদ।পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম মৃত্যুর খবর টি নিশ্চিত করেন।