
সরাইল।।
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে তিতাস নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকার তিতাস নদী থেকে লাশ উদ্ধার করা হয়। জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবাজপুর প্রথম গেট এলাকার তিতাস নদীতে জেলেরা মাছ ধরতে গিয়ে এক ব্যক্তিকে পানিতে ভেসে থাকতে দেখেন। পরে জেলেরা স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি আসলাম হোসেন বলেন, দুপুরে খবর পেয়ে উপজেলার শাহবাজপুর প্রথম গেট এলাকার তিতাস নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বয়স আনুমানিক ৩৫ বছর হবে। নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে। লাশের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।