
ব্রাহ্মণবাড়িয়া।।
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শিউড়া এলাকায় মাইক্রোবাস চাপায় এক যুবক নিহত হয়েছে। রবিবার বিকেলে (৮ মে) কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উড়শিউড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের বাড়ী জেলার সরাইল উপজেলার আইড়ল গ্রামের লাল মিয়ার ছেলে মো. আকরাম হোসেন (২৫)।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ্র বসু এ তথ্য নিশ্চিত করে জানান, সুলতানপুরে যুব উন্নয়ন কেন্দ্রে প্রশিক্ষণ কেন্দ্রে ক্লাশ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে আকরাম দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাস ও এর চালককে আটক করেছে পুলিশ।