আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ইউএনও’র বউয়ের গাড়িতে প্রাণ গেলো সাংবাদিকের

সারাদেশ 9 May 2022 ২৪৭

ঢাকা।।
নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের বউযের গাড়ির ধাক্কায় সিংড়ার সাংবাদিক সোহেল আহমেদ জীবন মারা গেছেন।সরকারী গাড়িটি নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সুখময় রায়ের স্ত্রী মানসি দত্ত মৌমিতা জোর করে ব্যবহার করতেন। আর সেই জীপ গাড়িতে করে তিনি ভ্রমনে যাবার পথে আনাড়ি ড্রাইভারের ধাক্কায় মোটর সাইকেলে থাকা সাংবাদিক সোহেল আহমেদ জীবন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্বার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) নিয়ে যাওয়ার পথে দুপুর ১ টার দিকে প্রাণ হারান সাংবাদিক জীবন।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সিংড়া প্রেসক্লাবের সদস্য ছিলেন। তিনি আজ সোমবার ( ৯ মে) সকাল সাড়ে ১০ টায় পেশাগত কাজে যাওয়ার পথে সিংড়ার নিংঙ্গইন তেল পাম্প সংলগ্ন ৯০ স্পিডে থাকা জীপ গাড়ির সাথে দূর্ঘটনার শিকার হলে মোটর সাইকেলটি ধুমড়ে মুচড়ে জীপের নীচে চলে যায়। সোহেলের ভাই জানিয়েছেন ঘটনার পর ঐ ইউএনও বারবার আহত সাংবাদিককে দেখতে যাবার কথা বলেও সেখানে পৌঁছোননি। দূঘর্ঘটনার শিকার মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে জীপের ভেতরে ঢুকে গেছে সোহেল আহমেদ জীবন বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবামুলক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তাঁর এই অকাল মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এফ জামিল পাভেল, সাধারন সম্পাদক প্রবীর চৌধূরী রিপন ও দপ্তর সম্পাদক আবু সোহেল সরকার। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষথেকে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষী ব্যাক্তিদের শাস্তি দাবী করেন নেতৃবৃন্দরা।
এলাকাবাসীর অভিযোগ কোন পরটোকলে সরকারী গাড়ী ব্যবহার করতেন ইউএনওর স্ত্রী?।