
নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর চর-ইসলামপুর গ্যাসে চালিত সিএনজি ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বুধবার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ওই ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে বেলা ১১টার দিকে উপজেলার বড়াইল ইউনিয়নের চর-গোসাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। খবির হোসেন নামের এক ব্যক্তি জানান, অজ্ঞাত এক ব্যক্তি চর-গোসাইপুর রাস্তা পারাপারের সময় একটি সিএনজি ধাক্কায় দেয়। পরে স্থানীয়দের মাধ্যমে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করি। কিছুক্ষণ পর ওই ব্যক্তি মারা যায়। তার নাম ও পরিচয় জানি না।
নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, চর-গোসাইপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।