আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বেড়তলায় মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় নওমুসলিমের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর 11 May 2022 ১৫৪

ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কুমিল্লা-সিলেট মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় আবদুল্লাহ (৩০) নামে এক নওমুসলিম নিহত হয়েছে। বুধবার (১১ মে) বেলা ১১টার দিকে উপজেলার বেড়তলা নামক যায়গায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ জন্মস্থান শ্রীমঙ্গল। সাত বছর আগে মরহুম হাফেজ যুবায়ের আহমদ আনসারী হুজুরের কাছে নওমুসলিম হয়েছিল। তারপর থেকে বেড়তলা জামিয়া রাহমানিয়া মাদরাসায় থেকে ইসলাম ধর্মের উপর বিভিন্ন কিতাব ও হাদীস পাঠ-আত্মস্থ শুরু করেন। পুলিশ ও উদ্ধারকারীরা জানান, আব্দুল্লাহ বেড়তলা-বগুইর মাঝখানে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল ধাক্কায় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে ঢাকা রেফার করা হয়। বিশ্বরোড যাওয়ার পর আব্দুল্লাহ মারা যায়। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, সকালে অজ্ঞাত একটি মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়। পরে তাকে ঢাকা নেওয়ার পথে মারা যায়। ঘাতক মোটরসাইকেলসহ চালক পালিয়েছে।