আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আশুগঞ্জে লাভিডা হাসপাতালের উদ্বোধনকালে মোকতাদির চৌধুরী এমপি

আশুগঞ্জ, সারাদেশ 15 May 2022 ২৪২

আশুগঞ্জ।।

কম ব্যয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবা দেয়ার অঙ্গীকার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বন্দর নগরী আশুগঞ্জে যাত্রা শুরু করেছে ‘লাভিডা হাসপাতাল’। রোববার সকালে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটি উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। বন্দর এলাকার প্রাণকেন্দ্রে নাহার গার্ডেন সিটিতে অবস্থিত হাসপাতালটিতে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে বিশ্বমানের চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তারা আরও জানান, তাদের হাসপাতালের মূলনীতি হলো সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা। হাসপাতালে গরিব ও অসচ্ছল রোগীদের ফ্রি বা নামমাত্র মূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে।
প্রধান অতিথির বক্তৃতায় র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি বলেন, বর্তমানে দেশেই অনেক উন্নতমানের হাসপাতাল তৈরি হচ্ছে। এ দেশের ডাক্তাররা অনেক জটিল রোগের সফল চিকিৎসা করছেন। প্রধানমন্ত্রী নিজেও দেশেই চিকিৎসা নিচ্ছেন। তিনি শুধু ব্যবসায়িক উদ্দেশ্য না দেখে সেবার মনোভাব নিয়ে হাসপাতাল পরিচালনা করতে উদ্যোক্তাদের আহবান জানান।
লাভিডা হাসপাতালের চেয়ারম্যান আতাউর রহমান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ সফিউল্লাহ মিয়া, যুগ্ম আহবায়ক আবু নাসের আহমেদ ও আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন লাভিডা হাসপাতালের ব্যপস্থাপনা পরিচালক ডাক্তার সালমা ইসলাম শান্তা।