আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয় রাঙা খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত

বিজয়নগর, রাজনীতি 16 May 2022 ৩২৮

বিজয়নগর।।

আগামী ২৭ মে ২০২২ খ্রিঃ খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মেলনকে সামনে রেখে বিজয়নগর উপজেলায় বিজয় রাঙা খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বিজয়নগর উপজেলা সদরে উবায়দুল মোকতাদির চৌধূরী বিদ্যা নিকেতনের হলরুমে বিজয়রাঙা খেলাঘর আসরের যুগ্ন আহবায়ক সন্জয় রায় পোদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা খেলাঘর আসরের সাধারন সম্পাদক নীহার রন্জন সরকার,সভায় বক্তব্য রাখেন বিজয়রাঙা খেলাঘর আসরের আহবায়ক প্রবীর চৌধূরী রিপন ও সদস্য সচিব তফসীরুল ইসলাম প্রমুুখ। সভায় বক্তাগন বলেন আমরা মুক্তিযুদ্বের চেতনায় দেশ গড়তে চাই।নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ব সম্পর্কে জানতে হবে শিখতে হবে।আমরা চাই আসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ে উঠুক।পরে আলোচনস শেষে প্রবীর চৌধুরী রিপনকে সভাপতি, তফসিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও রেজাউল আমীনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বিজয় রাঙা খেলাঘর আসরের কমিটি ঘোষণা করেন জেলা কমিটির সাধারন সম্পাদক।