আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে ভুয়া সেনা সদস্য আটক

নবীনগর, সারাদেশ 18 May 2022 ১৬৮

নবীনগর।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার সদর বাজারের অগ্রনী ব্যাংকের নিচতলা থেকে ভুয়া সেনা সদস্য পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এক প্রতারককে আটক করেছে পুলিশ। আটককৃত মোঃ মনির মিয়া (৩০) নেত্রকোনা জেলা সদর উপজেলার নাগড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।আজ বুধবার  বিকালে নবীনগর পৌরসভার সোহাতা গ্রামের হেলাল মিয়ার স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে প্রতারক মনির মিয়ার বিরুদ্ধে নবীনগর থানায় মামলা করেন।পুলিশ ও বাদী সূত্রে জানাযায়, গত ১২মে বৃহস্পতিবার বাদী বিলকিস ও তার ফুফু নিলুফা বেগম নবীনগর আসে স্বর্ণ বিক্রয় করতে। স্বর্ণের দোকানে তাদের স্বর্ণ বিক্রয় করতে দেখে সে কথা বলে এবং এক পর্যায়ে নিলুফা বেগমের কাছ থেকে তার মোবাইল নাম্বার নিয়ে যান। পরে রাতে ফোন করে বাসায় গিয়ে নিলুফা বেগমের কাছ থেকে তার হাতের আংটি গলার চেন সহ একটি মোবাইল ফোন নিয়ে যান প্রতারক মনির।আজ বুধবার বিকেলে প্রতারক মনির কে নবীনগর অগ্রনী ব্যাংকের নিচে দেখতে পেয়ে স্থানীয়দের জানান, পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দিলে প্রতারক মনিরকে গ্রেপ্তার করে।এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচাজ্ আমিনুর রশিদ জানান, এ ঘটনায় নবীনগর থানায় মামলা হয়েছে। আজ বিকালে তাকে আটক করা হয়েছে।