আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর 20 May 2022 ১৬২

ব্রাহ্মণবাড়িয়া ।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদি মারা গেছেন। আজ শুক্রবার (২০ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেড় বছরের সাজাপ্রাপ্ত কয়েদি নুরুল ইসলাম (৩৮) জেলার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুরের সৈয়দ আলীর ছেলে।
জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন বলেন, একটি মাদক মামলার নুরুল ইসলাম দেড় বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। একমাস আগে তাকে কারাগারে পাঠানো হয়।আজ শুক্রবার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।