
ব্রাহ্মণবাড়িয়া।।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সভাপতি মুজাহেদুল ইসলাম সেলিম বলেছেন- বামপন্থীদের নেতৃত্বে সরকার গঠনই হলো সংকট মোচনের একমাত্র পথ। তিনি বলেন- এ সংকট থেকে উত্তরণে সাধারণ মানুষকে সক্রিয় করে আন্দোলন ত্বরান্বিত করতে হবে। এ সময় তিনি দলীয় সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে শিগগিরই তত্ত্বাবধায়ক সরকারের রুপরেখা নিয়ে কমিটি গঠনের কথা জানান। আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন কমরেড শাহরিয়ার মো. ফিরোজ। কমরেড সাজিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান কমরেড মাহবুবুল আলম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রতা রায়, জেলা কমিটির সহ-সম্পাদক আছমা খানম, সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. সৈয়দ মো. জামাল প্রমুখ।