
ডেস্ক।।
আবদুল গাফফার চৌধুরীকে শেষ বিদায় জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা। গত শুক্রবার বাদ জুম্মা কিংবদন্তী লেখক, সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর প্রথম জানাযা অনুষ্ঠিত হয় লন্ডনের ব্রিকলেন মসজিদে। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ যোগ দেন জানাযায়। শেষ দেখা দেখতে আসা মানুষের ভিড়ে মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় অনেকেই বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে জানাযায় শরীক হয়েছেন। লন্ডনের বার্নেট হাসপাতালে ১৯ মে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬:৪৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল গাফফার চৌধুরী।
শুক্রবার বাদ জুম্মা ১:৪৫ মিনিটে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় আবদুল গাফফার চৌধুরীর একমাত্র পুত্র অনুপম চৌধুরী সবার নিকট বাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, ‘আমার বাবা সারাজীবন বাংলাদেশ ও মানুষের জন্য লিখেছেন, কথা বলেছেন।’জানাযার পর মরদেহ নিয়ে আসা হয় আলতাব আলী পার্ক শহীদ মিনার প্রাঙ্গণে। হাজারো মানুষ তাঁদের এই প্রখ্যাত লেখককে বিদায় দিতে আসেন।মরদেহ ঢেকে রাখা হয় বাংলাদেশের পতাকা দিয়ে। যুক্তরাজ্য হাইকমিশন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ফুল দিয়ে শেষ বিদায় জানায় তাঁদের প্রিয় মানুষকে।