
ব্রাহ্মণবাড়িয়া।।
বিপুল পরিমাণ আতশ ও পটকা বাজি ও কাভার্ডভ্যান সহ ৩ জনকে আটক করেছে পুলিশ পুলিশ।আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নরসিংসার গ্রামের ইদ্রিস আলীর ছেলে সাগর মিয়া (৩২), শহরের ফুলবাড়িয়া এলাকার জাহের হোসেনের ছেলে আহাদ (২২) ও শফিকুলের ছেলে আরিফুল (১৮)। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সবুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানভর্তি বিপুল পরিমাণ আতশ ও পটকা বাজি উদ্ধার করা হয়। বাজিগুলোর আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা থেকে এসব বাজি সংগ্রহ করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হচ্ছে।তারা দীর্ঘদিন যাবত এ ব্যবসার সাথে জড়িত।