আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বাংলাদেশ ৭৫’র মতো কালো অধ্যায় আর দেখতে চায় না–হাসানুল হক ইনু

জাতীয়, নবীনগর, রাজনীতি, সারাদেশ 28 May 2022 ১৬২

নবীনগর।।
সাবেক তথ্যমন্ত্রী সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, ভূতের সরকার আর রাজাকার দুই কুমির ক্ষমতায় আসতে দেওয়া হবে না। বাংলাদেশ ৭৫’র মতো কালো অধ্যায় আর দেখতে চায় না। জঙ্গীমুক্ত দেশ গঠনে ১৪ দলীয় জোট ঐক্যবদ্ধ। দেশ উন্নতি হলে আমরা এখনো বিপদমুক্ত নয়। তিনি গতকাল শনিবার বিকালে দেশবরেণ্য আইনজীবী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর নির্বাচনী এলাকার সাবেক সাংসদ এড. শাহ জিকরুল আহমেদ খোকন এর স্মরণ সভায় প্রধান অতিথি বক্তব্যকালে এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন-  প্রয়াত খোকন ভাই যদিও জাসদ করতেন, কিন্তু নবীনগরের মানুষের কাছে তিনি সকলের বন্ধু, সকলের প্রাণের মানুষ ছিলেন। তিনি ছিলেন সকলের ঐক্যের প্রতীক। তাঁর রাজনৈতিক চিন্তা ছিল যে কোন মূল্যে বঙ্গবন্ধুর আদর্শ তথা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা। তাঁর প্রধান দর্শন ছিল মুক্তিযুদ্ধের চার মূলনীতি। তিনি মৃত্যুর আগ পর্যন্ত সেই চার মূলনীতির পক্ষে আপোষহীনভাবে কাজ করে গেছেন। কিন্তু বঙ্গবন্ধুর চার মূলনীতির পুরোপুরি বাস্তবায়ন তিনি মৃত্যুর আগে সেভাবে দেখে যেতে পারেননি, এটিই আমাদের জন্য অতীব কষ্টের।
১৪ দলীয় জোটের উদ্যোগে নবীনগর সরকারি হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ফয়জুর রহমান বাদল। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, দপ্তর সম্পাদক সাজ্জাত হোসেন, মেয়র এড. শিব শংকর দাস, জেলা জাসদের সভাপতি এড. আক্তার হোসেন সাঈদ, আওয়ামী লীগ নেতা এড. সুজিত দেব, বোরহান উদ্দিন আহমেদ, মোস্তফা জামাল, সফিকুল ইসলাম, মোশারফ হোসেন সরকার ও আব্দুর রহমান প্রমুখ। শোক সভায় নবীনগরের বিভিন্ন ইউনিয়ন থেকে অনুষ্ঠানস্থলে শত শত লোক আসেন এক পর্যায়ে পুরো মাঠ কানায় কানায় ভরে যায়।সাবেক এমপি এড. শাহ জিকরুল আহমেদ খোকনের স্মৃতিচারণ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা হয়।