আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে দুই হাসপাতাল সিলগালা

নবীনগর 29 May 2022 ৩১৫
নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার (২৮/৫) রাতে  প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ ধারায় দুটি হাসপাতালে কোন কাগজ পত্র না থাকায় সিলগালা করা হয়েছে।  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন এর নেতৃত্বে ৪টি বেসরকারী হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে শুধুমাত্র মা প্রাইভেট হাসপাতালে লাইসেন্স আপডেট পাওয়া যায়। এছাড়া আহমেদ প্রাইভেট হাসপাতাল, মুক্তি প্রাইভেট হাসপাতাল ও গ্রামীন জেনারেল হাসপাতালের লাইসেন্স প্রক্রিয়াধীন পাওয়া যায়। কিন্তু তিতাস ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র যাচাই-বাছাই করে আপডেট না পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টারটি কে সিলগালা করে দেওয়া হয়। এর পূর্বে গ্রামীণ জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটার ও এক্স রে রুম নোংরা পাওয়ায় অপারেশন থিয়েটার ও এক্স রে রুম সিলগালা করে দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান ও নবীনগর থানা পুলিশ।