আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সরাইলে ৫০ কেজি গাঁজাসহ এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‍্যাব

সরাইল, সারাদেশ 30 May 2022 ২০৬

ব্রাহ্মণবাড়িয়া।।
সরাইলে ৫০ কেজি গাঁজাসহ এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়েন (র‍্যাব-১৪) সদস্যরা।আজ সোমবার (৩০ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাবের ভৈরব ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়। এর আগে, ভোরে উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে খোকন মিয়া (২২)কে আটক করা হয়।খোকন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আমির পাড়া এলাকার আনিছ মিয়ার ছেলে।র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক রাফি উদ্দিন মোহাম্মদ যুবায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল উপজেলার কুট্টাপাড়া মোড়ের ব্রিজের ওপর অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তাকে আটক করেছে।
এ ঘটনায় সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।