
বিজয়নগর।।
বিজয়নগরে বাল্যবিবাহের অপরাধে কনের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,ইরফান উদ্দিন আহমেদ এই জরিমানা প্রদান করেন।খোঁজ নিয়ে জানাযায়, উপজেলার সিংগারবিল ইউনিয়নের নলগরিয়া গ্রামের কুদ্দুস ভুইয়ার মেয়ে এস,এস,সি পরিক্ষার্থী (১৭) এর সাথে একই উপজেলার ফজু রহমানের প্রবাসী ছেলের সাথে নিজবাড়ীতে গোপনে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন। এসময় কনের বাবাকে বাল্য বিয়ে দেয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করাহয়। এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,ইরফান উদ্দিন আহমেদ বলেন, এস,এস,সি পরিক্ষার্থী ওই শিক্ষার্থী (১৭)কে গোপনে বাল্যবিবাহ দেওয়ার প্রস্তুতি চলছে। এমন খবর পেয়ে
তিনি নিজে পুলিশ নিয়ে বিয়ে বাড়ীতে হাজির হন। এ সময় তাৎক্ষণিক ভাবে বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর (৮) ধারায় কনের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। একই সময় কনের বাবা এবং মায়ের কাছ থেকে ১৮ বছর আগে বিয়ে দেওয়া হবেনা মর্মে মুচলেকা নেওয়া হয়।