
বিজয়নগর।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেশীয় প্রজাতির মাছ রক্ষার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,এইচ,ইরফান উদ্দিন আহমেদ। আজ বুধবার দুপুরে তিতাস নদী সহ স্থানীয় একাধিক মুক্ত জলাশয়ে এই অভিযান পরিচালনা করাহয়। এসময় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও চায়না রিং দুয়ারী জাল জব্দ করা হয়।অভিযানে থাকা মৎস্য অফিসার মনিরুজ্জামান জানান, আজ বুধবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে উন্মুক্ত জলাশয়ে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ টি চায়না রিং দুয়ারী জাল জব্দ করাহয়। মাছের বংশ ধ্বংসের হাত থেকে রক্ষার জন্যে এই প্রয়াস বলে জানান তিনি।এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ, ইরফান উদ্দিন আহমেদ বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এসব অবৈধ জাল বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযান শেষে দুপুরে উপজেলা পরিষদের সামনে উন্মুক্ত স্থানে জব্দকৃত জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে। মাছের বংশ রক্ষায় অবৈধ জাল ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।