আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আশুগঞ্জে অতিরিক্ত মজুদের দায়ে দুটি রাইসমিলকে ৪৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জ 3 June 2022 ১৩৪

আশুগঞ্জ।।
দেশের বৃহত্তম চালের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অতিরিক্ত মজুদের দায়ে দুটি রাইস মিলকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রাইসমিল দুটি হল- এমবি এগ্রো-৩ এবং এমবি এগ্রো-২। শুক্রবার সকালে আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল হকের নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমান আদালতে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল হক জানান, অতিরিক্ত চাল মজুদ করে রাখার খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা আড়াইসিধা এলাকার এমবি এগ্রো-৩ রাইস মিলে গিয়ে ২২ হাজার কেজি এবং এমবি এগ্রো-২ ৭ হাজার ৫শ’ কেজি অতিরিক্ত চাল পায় ভ্রাম্যমান আদালত। এ সময় এমবি এগ্রো-৩’কে ২০ হাজার ও এমবি এগ্রো-২ নামের রাইসমিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল হক বলেন, সরকারের নির্দেশ অমান্য করে কারসাজি করে যারা চালের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ে কারসাজি করতে দেওয়া হবে না। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।