
কসবা।।
কসবা উপজেলা আওয়ামী লীগের আজ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সম্মেলনের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগে সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, র.আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী-এমপি।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১২ এর সদস্য উম্মে ফাতেমা বেগম শিউলি আজাদ।
সন্মেলনে সভাপতিত্ব করেন কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আইন মন্ত্রী জননেতা এড. আনিসুল হক এমপি। সম্মেলনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আনিসুল হক এমপিকে কসবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. রাশেদুল কাউসার জীবনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।