আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নাছিরনগর 6 June 2022 ১৩৩

নাসিরনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিজ ঘরের সামনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলহাজ মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আলহাজ মিয়া উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দের পাড়া গ্রামের জামাল মিয়ার ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আলহাজ মিয়া একটি নতুন ঘর নির্মাণ করে আসছিল প্রায় এক মাস ধরে। ঘরের নির্মাণ কাজ শেষ পর্যায়ে আসায় বৈদ্যুতিক লাইন নির্মাণ শুরু করেন কয়েকদিন ধরে। নতুন নির্মাণ করা ঘরের সামনে বৃষ্টির পানি জমে থাকে সেই পানিতে বিদ্যুতের সংযোগ লাইন পড়ে থাকার ফলে অসাবধানতাবশত পানিতে পা রাখার সাথে সাথে বিদ্যুতায়িত হয় আলহাজ। পরে স্থানীয়রা উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাজিদা জাহান সায়মা।