আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

কসবায় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিক নিহত

কসবা 7 June 2022 ১২৬

কসবা।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান মিয়া (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো আরজন। মঙ্গলবার (৭জুন) দুপুরে উপজেলার খাড়েরা ইউনিয়নের ধামসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসান মিয়া কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ধামসার গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক।স্থানীয় সুত্রে জানা গেছে, ছয়জন শ্রমিক ধামসার গ্রামের শরীফ মিয়ার বাড়িতে গৃহ নির্মাণের কাজ করছিলেন। ওই সময় টিনের ঘরের চাল খুলে ছয়জন ধরাধরি করে অন্যত্র নেয়ার সময় উঠানের উপরে ঝুলে থাকা বিদ্যুতের তাড় ছিড়ে টিনের চালের উপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই হাসান মিয়া মারা যায়। বাকি চার জন আহত হয়। আহতরা হলেন- নাহিদ হোসেন (২০), শিপন মিয়া (৩০), আবু নাঈম (৪৫) রফিক মিয়া (৩০)। আহতদের মাঝে ২জনের অবস্থা আশংকাজনক।
কসবা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।