
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ছয়দফা দিবস বাঙ্গালীর মুক্তির সোপান। ছয়দফার পথ বেয়েই আমরা স্বাধীনতা লাভ করি। ছয়দফা মানা মানেই পাকিস্তান ভেঙ্গে যাওয়া। পাকিস্তানিরা এটা বুঝতে পেরেই ছয়দফার আন্দোলন কঠোরভাবে দমন করার চেষ্টা করে। আয়ুব খান ছয়দফার বিরুদ্ধে অস্ত্রের ভাষা ব্যবহারের ঘোষণা দেন। তিনি আরো বলেন, ছয়দফা কেন্দ্রীক আন্দোলনেই দেশের শ্রমিক সমাজ সংগঠিত হয়ে অংশ নেয়। শ্রমিকরা ব্যাপকভাবে অংশ নেয়ার কারণেই ৭ জুন সারা দেশ গর্জে ওঠে। শ্রমিকদের রক্তের ওপর দিয়েই ছয়দফা আন্দোলন সমস্ত বাঙ্গালীর মুক্তির আন্দোলনে পরিণত হয়। ৭ জুন প্রমাণ করেছিলো সমস্ত বাঙ্গালীরাই ছয়দফার পক্ষে। তিনি মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ আয়োজিত ৭ জুন ছয়দফা দিবসে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মো. মনির হোসেন এর সঞ্চালনায় স্বাগত ভাষণ দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। বক্তব্য রাখেন সহ সভাপতি মো. হেলাল উদ্দিন, পৌর মেয়র মিসেস নায়ার কবির, সহ সভাপতি হেলাল উদ্দিন, মজিবুর রহমান বাবুল, জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন ও সাংগঠনিক সম্পদাক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন।