
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৭৫টি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট ডিভাইস রাউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, পাঠ্যপুস্তকের ধারণাসমূহ আরো আকর্ষণীয় ও সহজবোধ্য করতে বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী মাল্টিমিডিয়া উপকরণসমূহ করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়সমূহে, ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার প্রায় সবকটি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসের জন্য ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ করা হয়েছে। ডিজিটাল ক্লাসরুমের সঙ্গে সমন্বয় রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ডিজিটাল ডিভাইসও দেওয়া হবে। এ ডিভাইসে থাকবে ডিজিটাল পাঠ্যপুস্তক, বিষয়ভিত্তিক ভালো শিক্ষকের ক্লাসের ভিডিও, শিক্ষাভিত্তিক কন্টেইন, সহজ শিখন পদ্ধতিসহ শিশু শিক্ষার্থীদের শিক্ষামূলক বিভিন্ন এ্যাপস।আলোচনা শেষে প্রধান অতিথি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের হাতে ইন্টারনেট ডিভাইস রাউটার তুলে দেন।