আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বাঞ্ছারামপুরে ১৯৩৭ পিস ইয়াবাসহ শীর্ষ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঞ্ছারামপুর 7 June 2022 ২০৫

বাঞ্ছারামপুর।।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৯৩৭ পিস ইয়াবা বড়িসহ ২শীর্ষ মাদক ব্যবসায়ী রুবেল ওরফে কসাই রুবেল(৩৮) ও হাবিব ওরফে হিজলা হাবিব(৩৬) কে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার ৬নং ওয়ার্ডের চকের হাটির আব্দুর রব মিয়ার বাড়ির সামনে থেকে তাদের আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো , উপজেলার দড়ি বাঞ্ছারামপুর গ্রামের সুন্দর আলীর ছেলে কসাই রুবেল (৩৮), এবং অন্যজন হলো কুমিল্লার হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রামের জিবন মিয়ার ছেলে হাবিবা হিজলা (৩৬)।
থানা পুলিশ সূত্রে জানাগেছে,আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসি রাজু আহমেদ এর দিকনির্দেশনায় এস আই মনিরুল ইসলাম ও এস আই আবু নাসের এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার ৬নং ওয়ার্ডের চকের হাটির আব্দুর রব মিয়ার বাড়ির সামনে থেকে ইয়াবা বিক্রির সময় থানার তালিকাভুক্ত একাধিক মামলার আসামী শীর্ষ মাদক কারবারি রুবেল ওরফে কসাই রুবেল ও তার সহযোগী হিজলা হাবিবকে আটক করে পুলিশ । এসময় তাদের দেহ তল্লাশি করে দুজনের কাছ থেকে ১৯৩৭ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ বাদি মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, আজ সকালে এস আই মনির ও নাছের এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ি কসাই রুবেল ও মহিলা হিজলা হাবিবাকে আটক করে এসময় এদের কাছ থেকে ১৯৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।