আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নাসিরনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ডিশ ব্যবসায়ীর মৃত্যু

নাছিরনগর 8 June 2022 ১৩১

নাসিরনগর।।

নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিক মোল্লা (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ওই ইউনিয়নের নুরপুর দক্ষিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রফিক মোল্লা নুরপুর সড়ক বাজারে একটি দোকান ছিলো। সে ভাগিনার সাথে ডিশ ব্যবসার সাথে জড়িত। সে ওই গ্রামের মোল্লাবাড়ির মৃত জনাব আলীর ছেলে।গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের মোঃ এম এ কাশেম জানান, বুধবার দুপুর ১২ ঘটিকার দিকে নিহত রফিক মোল্লা ডিশ লাইন মেরামত করতে গিয়ে তার গুছিয়ে নেওয়ার সময় বিদ্যুৎতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয়। পরিবারের লোকজন তাকে নাসিরনগর উপজেলা কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।রফিক মোল্লা এর আগে মালদ্বীপ প্রবাসী ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ওসি খান মো. হাবিবুল্লাহ সরকার, তিনি জানান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবরটি পেয়েছি।