আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

মহানবীকে কটূক্তির প্রতিবাদে নবীনগরে বিক্ষোভ

নবীনগর, রাজনীতি 10 June 2022 ১৪৪

নবীনগর।।

ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতা বিশ্বমহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তির মন্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিক্ষোভ মিছিল করেছে হাজারো তৌহিদী জনতা।আজ শুক্রবার জুম্মা নামাজ শেষে নবীনগর পৌর এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা এ বিক্ষোভ মিছিল করে। মিছিলটি নবীনগর সদরের এসআর জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসআর জামে মসজিদে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে বক্তব্য রাখেন, নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, এসআর জামে মসজিদের খতিব মুফতি বেলায়েত উল্লাহ, নবীনগর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন, নবীনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম জনি, মাওলানা কাইযুম ফারুকী, মাওলানা মকবুল হোসেন,মাওলালানা মেহেদী হাসান, মাওলানা আমির হোসেন, মাওলানা আবদুল মতিন, মাওলানা সানা উল্লাহ প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, মহান আল্লাহ সুরা আম্বিয়াতে ঘোষনা দিয়েছেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) সারা দুনিয়ার জন্য রহমত। সেই নবীকে ও উম্মুল মোমেমিন হযরত আয়েশা (রা.) কে নিয়ে আপত্তিকর কুরুচিপূর্ণ মন্তব্য করে ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা কুমার জিন্দাল ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। অবিলম্বে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি (ফাঁসি)প্রদান করে ভারত সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা প্রার্থনার আহবান জানান।সভায় মুলসমানদেরকে ভারতীয় পন্য বর্জনের আহবান জানান বক্তারা।