
সরাইল।।
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার ব্যাংক ডাকাতি মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কদমতলী গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কদমতলী গ্রামের কুতুব আলীর ছেলে আইয়ুব আলী ও একই এলাকার কাছন আলীর ছেলে মোঃ আছমত আলী।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মোঃ আসলাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে কালিকচ্ছ ইউনিয়নের কদমতলী গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরা দু’জন কুমিল্লা জেলার লাকসাম উপজেলার একটি ব্যাংকে ডাকাতি মামলার আসামী। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আইয়ূব আলীর বিরুদ্ধে লাকসামে ব্যাংক ডাকাতি, সরাইলে বেশ কয়েকটি ডাকাতিসহ ৫টি মামলা ও মোঃ আছমত আলীর বিরুদ্ধে লাকসামে ব্যাংক ডাকাতিসহ সরাইলে একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।