আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সরকারের বৃহত্তর অর্জন পদ্মাসেতু উদ্বোধনের সকল কর্মসূচী আন্তরিকতার সাথে সফল করুন-মোকতাদির চৌধুরী এম’পি

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি 10 June 2022 ২৫৮

ব্রাহ্মণবাড়িয়া।।
আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ২৫ জুন পরমপ্রাপ্তি পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ। আজ শুক্রবার অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে থাকবে ২৩ জুন বিকাল ৪টায় শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে সমাবেশ-সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেককাটার আয়োজন করা হবে। ২৫ জুন সকাল ১০টায় পদ্মা সেতুর উদ্বোধনের সাথে সমন্বয় রেখে ব্রাহ্মণবাড়িয়া শহর ও আশপাশ এলাকায় ব্যাপক আনন্দ আয়োজন-প্রচার-প্রচারনা, ব্যানার-ফেস্টুন টানানো এবং পথে পথে মিছিল।
গতকাল শুক্রবার বিকাল ৪টায় শহরের হালদারপাড়াস্থ সংসদ সদস্যের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টুর সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূঞা, যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, দপ্তর সম্পাদক তানজিন আহমেদ, তথ্য গবেষণা সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, শ্রম সম্পাদক শেখ মো. মহসিন, অর্থ সম্পাদক মহসিন মিয়া, উপপ্রচার সম্পাদক স্বপন রায়, উপদপ্তর সম্পাদক মো. মনির হোসেন, কার্যকরী সদস্য ফারুক আহমেদ, জায়েদুল হক, মাহমুদুর রহমান জগলু, জাহাঙ্গীর আলম, ফারুকুল ইসলাম, কাচন মিয়া, খোকন কান্তি আচার্য, সদর উপজেলা সাধারণ সম্পাদক এমএইচ মাহবুব আলম, পৌর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, জেলা যুবলীগ সভাপতি এড. শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা শ্রমিকলীগ সভাপতি মালেক চৌধুরী, জেলা কৃষকলীগ সভাপতি সাদেকুর রহমান শরীফ, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, জেলা যুব মহিলা লীগ সভাপতি রাবেয়া খাতুন রাখী, জেলা তাঁতীলীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, জেলা মৎস্যজীবিলীগ সাধারণ সম্পাদক শাহ পরান।
সভায় সভাপতির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, সকল ষড়যন্ত্র ছিন্ন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদ্মাসেতু বাস্তবায়ন করেছে। পদ্মা সেতু বর্তমান সরকারের বৃহত্তর অর্জন। এ সেতু উদ্বোধনের সকল কর্মসূচী আন্তরিকতার সাথে বাস্তবায়ন করতে হবে।