আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর হলেন আবদুর রউফ তালুকদার

জাতীয় 11 June 2022 ১২৩

ঢাকা।।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হলেন সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার তারাকান্দি গ্রামে জন্মগ্রহণ সরকারের সিনিয়র সচিব মো: আবদুর রউফ তালুকদার। তিনি সমগ্র উত্তরবঙ্গের মধ্যে দ্বিতীয় ব্যক্তি যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হলেন।১৯৬৪ সালে জন্মগ্রহণ করা রউফ তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালের বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস সচিবালয় ক্যাডারের জন্য নির্বাচিত হন এবং পরবর্তীতে সচিবালয় ক্যাডার বিলুপ্ত হলে তাকে প্রশাসন ক্যাডারে একীভূত করা হয়।কর্মজীবনে তিনি শিল্প মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, মালেশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (বাণিজ্যিক) এবং অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, উপসচিব, যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করে ২০১৭ সালের অক্টোবর মাসে অর্থবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিযুক্ত হন। ২০১৮ সালের ১ জুলাই থেকে তিনি অর্থ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কর্মজীবনের অধিকাংশ সময় তিনি দায়িত্ব পালন করেছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে।কর্মজীবনে সততা, একাগ্রতা আর নিষ্ঠার গুণে দেশব্যাপী সুনাম কুড়িয়েছেন।পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত পাবনার গরিব অসহায় মানুষের বিনামূল্যে চোখের ছানী অপারেশনের প্রথম কর্মসূচির সমস্ত ব্যায়ভার তিনি এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম রেজা সাহেব বহন করেছেন।