
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে জাল ভোট দেওয়ার সময় ৩৭ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার (১৫ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। নাটাই দক্ষিণ ছাড়াও জেলার কসবা উপজেলার মূলগ্রাম এবং বাঞ্ছারামপুর উপজেলার দড়িয়াদৌলত ও আইয়ূবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ২২ জনকে আটক করা হয়। এর মধ্যে নাটাই দক্ষিণ ইউনিয়নের ছোটহরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ৭ জন, নরসিংসার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪ জন এবং আবদুল হক একাডেমী ভোটকেন্দ্র থেকে ১১ জনকে আটক করা হয়। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।