আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়া স্থলবন্দর দিয়ে পুরানো এলসির গম আমদানি বন্ধ

আখাউড়া, আন্তর্জাতিক, সারাদেশ 16 June 2022 ২৪৫

আখাউড়া।।
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলসির গম আমদানি বন্ধ রয়েছে। গত কয়েকদিন ধরেই ভারত থেকে গম আসছে না । এতে করে বিপাকে পড়েছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও পাহাড়ী ঢলের কারণে ত্রিপুরা রাজ্যের সাথে অন্য রাজ্যগুলোর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় গমের গাড়ি ত্রিপুরায় আসতে পারছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে আশা করা যাচ্ছে চলতি মাসের শেষ দিকে এলসি করা গমগুলো আখাউড়া স্থলবন্দরে এসে পোঁছাতে পারে।উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দরটি দেশের অন্যতম বৃহৎ একটি বন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ৩-৫ লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে। প্রতিষ্ঠার ২৭ বছর পর গত বছরের আগস্ট থেকে এ বন্দর দিয়ে পুরোদমে পণ্য আমদানি শুরু হয়। প্রথমে গম, এরপর চাল এবং পেঁয়াজ আমদানি শুরু হয়। তবে ব্যবসায়ীদের অনীহায় এখন চাল ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।
স্থলবন্দরের আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, পাহাড়ি ঢলে ভারতে আসাম রাজ্যের একটি ব্রীজ ধসে পড়ে ও রেললাইনের ব্যাপক ক্ষতিসাধন হয়। এতে ত্রিপুরার সাথে অন্যান্য রাজ্যের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আগামী ২০ জুন ব্রীজটি মেরামত করা হবে জানিয়ে সেদেশের ব্যবসায়িরা। তখন আবার গম আমদানি শুরু হবে বলে আশা প্রকাশ করেন এই ব্যবসায়িক নেতা।স্থলবন্দরের সিঅ্যাএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা বলেন, গত মে মাসে গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির আগে ১৪ হাজার টন গম আমদানির জন্য এলসি খোলা হয়েছিল। কিন্তু পাহাড়ী ঢলে ত্রিপুরার সাথে অন্য রাজ্যের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে গমের গাড়িগুলো আসতে পারছে না।