
বিজয়নগর।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নে ওই শিক্ষার্থীর বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এরপর ওই শিক্ষার্থী নিজেই বাদী হয়ে তিনজনকে আসামি করে বিজয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন পরে রাতে তা মামলা হিসেবে নথিভুক্ত হয়। মামলার আসামিরা হলেন উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের জসিম মিয়া (৩৫), একই ইউনিয়নের ফারুক মিয়া (৩০) ও জিসান মিয়া (২২)। ভুক্তভোগী আখাউড়া উপজেলার একটি কলেজের শিক্ষার্থী এ বছর তিনি এইচএসসি পরীক্ষা দেবেন। মামলার এজাহারে বলা হয়, আসামি জসিম মিয়ার স্ত্রীর সঙ্গে এই কলেজছাত্রীর ভাইয়ের ফোনে কথা হতো। এ জন্য জসিম তাঁর ভাইকে ১৫ দিন আগে বেধড়ক মারধর করেন। এরপর স্থানীয় এক ব্যক্তি বিষয়টির মীমাংসা করে দেন। এ ঘটনার পর থেকে কলেজে যাওয়া-আসার পথে ওই শিক্ষার্থীকে প্রায়ই অশ্লীল ভাষায় মন্তব্য করতেন জসিম। সম্মানের কথা ভেবে বিষয়টির কোনো প্রতিকার চাননি তিনি। বৃহস্পতিবার সকাল থেকে ফারুক মিয়া ও জিসান মিয়াকে সঙ্গে নিয়ে ওই শিক্ষার্থীর বাড়ির বাইরে অবস্থান করছিলেন জসিম। সকাল সাড়ে আটটার দিকে বাড়ি থেকে বের হলে ওই শিক্ষার্থীর ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁর বোরকা টেনে ছিঁড়ে ফেলেন জসিম। এ সময় ওই শিক্ষার্থীর এক চাচাতো ভাই দৌড়ে গিয়ে তাঁকে উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে জসিমসহ অন্যরা পালিয়ে যায়।
এব্যাপারে সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থী ও তাঁর স্বজনেরা তাঁর কাছে এসেছিলেন। টেনে ছিঁড়ে ফেলা কাপড়গুলো তাঁকে দেখিয়েছেন। তাঁদের থানায় যাওয়ার পরামর্শ দিয়েছি।বিজয়নগর থানার ওসি মির্জা মো. হাসান বলেন, এ ঘটনায় ওই শিক্ষার্থীর দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে।