আখাউড়া।।
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুঃমিজানুর রহমান এর নেতৃত্বে রেইডিং টীম আখাউড়া বাইবাস মোড় খড়মপুর এলাকাস্হ আখাউড়া -সুলতানপুর মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০ বোতল এসকাপসহ দুই জনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জেলা শহরের পৌর এলাকার পশ্চিম মেড্ডার আব্দুল করিমের কন্যা নারগিস বেগম (৩৩) এবং কাজীপাড়ার নূর মোহাম্মদের ছেলে রনি মিয়া(২৬)।পরে আখাউড়া থানায় নিয়মত মামলা রজ্জু করা হয়েছে বলে জানা যায়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদক বিরুদী অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানায়।
Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor