
ব্রাহ্মণবাড়িয়া।।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মুঃমিজানুর রহমান এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম নিয়ে পৃথক পৃথক এলাকায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর খলাপড়া এলাকাস্হ মেহেদী ব্রিকস ফিল্ডের পাশে ও আখাউড়া রেলওয়ে থানাধীন ভাতশালা রেলওয়ে স্টেশনে দন্ডায়মান দেহ ও ব্যাগ তল্লাশী করে এবং কসবা উপজেলার মনকসাই বাজারস্হ ব্রীজের উপর কাজী পরিবহনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৮ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হচ্ছে বিজয়নগর উপজেলার ছতুরপুর গ্রামের আব্দুল হাসিম ভুইয়ার ছেলে ছাদির ভূইয়া(৪২)আখাউড়ার আজমপুর চৌধূরী বাড়ীর শাহাবুদ্দিনের ছেলে আব্দুল্লাহ(১৯),ময়মনসিংহ জেলার টাংগাবর মজারবাড়ীর গোলাপ মিয়া পুত্র মনির হোসেন(২৫) ও ফরিদপুর জেলার নওয়াপাড়া মির্জাবাড়ী গ্রামের মাইনুদ্দিন মির্জার কন্যা লাবনী আক্তার সাথী(৩০)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলাদা আলাদা ভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায়, আখাউড়া রেলওয়ে থানা ও কসবা থানায় নিয়মিত মামলা রজ্জু করা হয়।