আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় বসবে প্রায় একশত কোররবানি পশুর হাট

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 29 June 2022 ১৭২

ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কুরবানি পশুর হাট চূড়ান্তকরণ ও কোরবানীর বর্জ্য অপসারণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, কুরবানিকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় একশত পশুর হাট বসবে। সে সাথে নির্দিষ্ট স্থানে কোরবানি পশু জবাই নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত পশু বর্জ্য অপসারণে পৌরসভার বিশেষ টিম পরিচ্ছন্নতা অভিযান চালাবে বলে জানানো হয়।