
ব্রাহ্মণবাড়িয়া।।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, মাদক বিক্রির টাকা দিয়ে বড় গরু কোরবানী দেয়া হালাল নয়।ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের প্রবণতা আছে। এ জন্য আমরা সকলেই দায়ি।পুলিশের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। আমরাও প্রত্যেকে যে যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাদক বিক্রির টাকা দিয়ে বাজারের সবচেয়ে বড় গরু কিনে কোরবানী দিলে তা হালাল হবে না। মাদকের টাকা দিয়ে বড় গরু কোরবানী দেয়া যাবে কিন্তু হালাল গোশত খাইতে পারবেন না। পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশেষ আইন-শৃংখলা সভায় প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কগুলোতে দেদারছে লাইসেন্সবিহীন সিএনজিচালিত অটোরিকসা চলাচল করছে। আমি স্পষ্ট বলতে চাই- লাইসেন্সবিহীন কেউ কেউ গাড়ি চালাতে পারবে না।ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিক্সার কোনো বৈধতা বা লাইসেন্স নেই। তাহলে কোন আইনে পৌরসভা তাদেরকে লাইসেন্স দেয়। যেখানে ব্যাটারি চালিত রিক্সা, ইজিবাইক চলাচলের নিয়ম নেই, সেখানে তাদের আবার কিসের লাইসেন্স। তাহলে কেনো এগুলো শহরের ভিতর অবাধে চলাচল করছে? আইন এখন কেউই মানে না। আগে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি খেলার মাঠে গরুর হাট বসত। আমরা সেখান থেকে গরুর বাজারটি অন্য জায়গায় স্থানান্তর করেছি।আমরা অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বাণিজ্য মেলা শহরের কাউতলী আউটার স্টেডিয়ামে স্থানান্তর করেছি।
শহরের পুকুর ভরাট প্রসঙ্গে মোকতাদির চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী পুকুর ভরাট করা নিষিদ্ধ করেছেন। কিন্তু শহর ও অন্যান্য এলাকায় পুকুর ভরাট করে দালান ও দোকান পাট নির্মাণ করা হচ্ছে। তিনি আইন-শৃংখলা বাহিনীর উদ্দেশ্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, কোরবানীর হাট থেকে গরু ব্যাপারি ও ক্রেতারা যেন নির্বিগ্নে বাড়ি ফিরতে পারেন সে দিকে কড়া নজর রাখবেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে শুক্রবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফ-উল আরেফিন, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা আক্তার, সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম। উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেবব্রত কর, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঞা, সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি প্রমুখ।