
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগ নিতে গিয়ে ইলেক্ট্রেশিয়ানের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৪ জুলাই) সকালে সদর উপজেলার ভোলাচং গ্রামে এ ঘটনা ঘটে।সে রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর গ্রামের জাহের মিয়ার ছেলে লোকমান মিয়া (৩০)।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, সকালে লোকমান পার্শ্ববর্তী ভোলাচং গ্রামে সেলিম মিয়ার বাড়ির বৈদ্যুতিক সংযোগ স্থাপনে বিদ্যুতের খুঁটিতে উঠে। এ সময় সে হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালণ লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পরে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোঃ এমরানুল ইসলাম জানান, ঘটনার তদন্তে সরজমিন পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।