
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় আগামীকাল রোববার (৩১ জুলাই) সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত (তিনদিন) বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। আশুগঞ্জ নৌ-বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চারলেন সড়কের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে তিনদিন দুভোর্গে পড়বে জেলাবাসী।
গত ২৩ জুলাই বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, প্রধান কার্যালয় কুমিল্লার প্রধান উপ-মহাব্যবস্থাপক মোঃ আখতারুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে নিজস্ব ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়।
ইতিমধ্যেই বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের পক্ষ থেকে তিনদিন গ্যাস না থাকার বিষয়ে শহরে ব্যাপক মাইকিং করা হচ্ছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কের চারলেন মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে। চারলেন সড়কের ইউটিলিটি শিফটিং (উপযোগিতা হস্তান্তর) এর আওতায় সদর উপজেলার ঘাটুরা টিবিএস থেকে পুনিয়াউট নতুন বাইপাস পর্যন্ত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কর্তৃক ৬ ইঞ্চি, ৪ ইঞ্চি, ৩ ইঞ্চি, ১ ইঞ্চি ও ৩-৪ ইঞ্চি ব্যাস ও ৪ বারের চাপের গ্যাস পাইপলাইনের হক-আপ ও কমিশনিং এর কাজ করা হবে।
অর্থাৎ সড়কের পাশ থেকে গ্যাস পাইপলাইন নিরাপদ দূরত্বে¡ স্থানান্তরের কাজ করা হবে। সড়কের ঘাটুরা থেকে পুনিয়াউট নতুন বাইপাস পর্যন্ত আগামী আগামী রোববার (৩১ জুলাই) সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত (তিনদিন) গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের গ্যাস পাইপলাইনের হক-আপ/কমিশনিং এর কাজ চলবে।এই তিনদিন ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলের আবাসিক ও বানিজ্যিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এ ব্যাপারে জেলা সদরের মৌলভীপাড়ার বাসিন্দা মোঃ শরীফুল ইসলাম মোল্লা বলেন, তিন গ্যাস থাকবেনা জানার পর তিনি বাসার রান্না-বান্নার জন্য বাজার থেকে একটি কেরোসিনের স্টোভ চুলা কিনেছেন। জেলা সদরের কাজীপাড়ার বাসিন্দা বিলকিস আক্তার বলেন, তিনদিনের রান্না আগে থেকে করে রাখব। নতুবা খাব কি ? রুটি, পাউরুটি, আলুভর্তা, শুটকি ভর্তা, ডিম ভাজি ইত্যাদি রান্না করে রাখব। জেলা সদরের কাজীপাড়ার বাসিন্দা মাজহারুল করিম অভি জানান, তিনদিন গ্যাস থাকবেনা জানার পর তিনিও বাসার রান্না-বান্নার জন্য বাজার থেকে একটি কেরোসিনের স্টোভ চুলা কিনেছেন।এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, প্রধান কার্যালয় কুমিল্লা প্রধান উপ-মহাব্যবস্থাপক মোঃ আখতারুজ্জামান বলেন, ৩১ জুলাই সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত চারলেন সড়কে গ্যাস লাইন স্থানান্তরের কাজ করা হবে। তাই তিনদিন পুরো জেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই তিনদিন জেলাবাসীকে আমাদেরকে সহযোগিতা করতে হবে।