আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাজেট গণবিরোধী- লুটপাটের বাজেট ছাড়া আর কিছু নয় – বাসদ

অন্যান্য, ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি, সারাদেশ 31 July 2022 ২৫২

ব্রাহ্মণবাড়িয়া।।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি প্রবীর চৌধূরী রিপন ও সাধারন সম্পাদক আবু সোহেল সরকার এক বিবৃতিতে এই বাজেট প্রত্যাখান করা হয়েছে। তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০২২-২৩ সালের ১৬৭ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ১০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা ২০২১-২২ এর বাজেটের তিনগুণের চাইতেও বেশী। প্রস্তাবিত বাজেটে যে আয় ও ব্যায় ধরা হয়েছে পৌরবাসীর কল্যানে অপ্রতুল। বাজেটে পৌর নাগরিকদের সুবিধার কথা কোথাও উল্লেখ নেই, বিনোদনের জন্য কোন পার্ক বা স্হাপনের উল্লেখ নেই, খেলাধুলার জন্য ব্যায়ের কোন খাত নেই। এই বাজেট শুধু একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার বাজেট। এখানে নিন্ম আয়ের মানুষের জন্য কোন সুবিধার কথা উল্লেখ নেই- তাই জেলা বাসদ এই বাজেট প্রত্যাখান করে গণকল্যামুখী বাজেট দেয়ার আহব্বান জানিয়েছে।তারা আরোও বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাজেট গণবিরোধী ও লুটপাটের বাজেট ছাড়া আর কিছু নয়।