আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগর ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্তি

বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি, সারাদেশ 1 August 2022 ২৩৮

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্তি ঘোষনা করা হয়েছে।রোববার রাতে (৩১ জুলাই) জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত  বিজয়নগর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষনা করা হলো, সেইসাথে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের আগামী নতুন কমিটিতে সভাপতি/ সাধারণ সম্পাদক আগ্রহী পদ-প্রত্যাশীদের আগামী সেপ্টেম্বর মাসের ১ তারিখ হতে ৭ তারিখ ২০২২ এর মধ্যে জেলা কমিটির কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।কমিটি বিলুপ্তির বিষয়টি রাত সাড়ে ১১টায় রাইজিংবিডিকে নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল।